Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে গোপায়া বাজারে সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদীর উভয় তীর সুরক্ষা, মাছুলিয়া ব্রীজ সহ নদীর উপর সকল সেতু রক্ষার নিমিত্তে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে গতকাল বিকেলে গোপায়া বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে সভায় বক্তাগন নদীর উভয় তীরের বাঁধ সুরক্ষায় ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। খোয়াই নদী ও সেতু সুরক্ষার জন্য দীর্ঘ মেয়াদী আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সে লক্ষ্যে আগামী ২৯ জুলাই রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। গোপায়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার মিয়ার সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন পৈল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, হাজী আম্বর আলী, সিরাজ চৌধুরী, আব্দুল মতিন মেম্বার, দিদার আলী, হাজী ইউনুস মিয়া, রফিক উদ্দিন দুদু মেম্বার, শহিদুর রহমান মেম্বার, মুক্তার মিয়া, সাংবাদিক রহমত আলী, ফারুক মিয়া, আবুল কালাম, সালেক মিয়া প্রমুখ।