Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ সরকারী হাসপাতালে রোগীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত (এমটি ল্যাব) বেনু ভুষন দাশের বিরুদ্ধে টাকা নিয়ে চিকিৎসা সেবা প্রদান করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা শাহান আহমেদ রিপন নামের লোক। এমনকি হবিগঞ্জ জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, গত শনিবার বিকেলে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সেলিম আহমেদ ও তার স্ত্রী ফৌজিয়া আক্তার রিতাকে নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে নিয়ে যান তাদের আত্মীয় শাহান আহমেদ রিপন নামের এক লোক। তাদেরকে দীর্ঘক্ষণ দাড় করিয়ে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বেনু ভুষন দাশ (এমটি ল্যাব) তাদেরকে চিকিৎসা প্রদানের আগেই টাকা দাবী করেন। রোগীরা তাদের কাছে টাকা নেই বলার পর বেনু ভুষন দাশ চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে ৫ শত টাকার বিনিময়ে তিনি তাদের চিকিৎসা দিয়েছেন।
এ ছাড়াও দীর্ঘদিন ধরেই চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ লোকদের কাছ থেকে টাকা আদায় ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।