Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে স্বজনহারা বৃদ্ধার আর্তনাত

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৫ দিন ধরে বারান্দায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলা। ঔষধ দুরের কথা প্রাথমিক চিকিৎসা পর্যন্ত জুটছে না ওই বৃদ্ধা মহিলার। এ যেন মানবতার নির্মম পরিহাস। জানা যায়, গত ৩ জুলাই শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সাদা কাপড় পড়া এক সত্তোর বছরের অজ্ঞাত মহিলাকে পুলিশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে মহিলা ওয়ার্ডে ভর্তি করে। পুলিশ চলে যাওয়ার পর মহিলা ওয়ার্ডে কর্তব্যরতরা ওই মহিলাকে বারান্দায় ফেলে রাখে। পর দিন ৪ জুলাই সমাজসেবা অফিসের অফিস সহায়ক মোঃ কাজল মিয়া ওই অজ্ঞাত মহিলাকে ঔষধ পত্র ও খাবার কিনে দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বলে যান তাকে চিকিৎসা ও সিট দেয়ার জন্য। কিন্তু তারা কর্নপাত না করে তাকে ওই বারান্দায় ফেলে রাখে। দীর্ঘ ৫ দিন ধরে ওই বৃদ্ধা না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতেছে। গতকাল রাত ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সে মহিলা ওয়ার্ডের বারান্দায় পড়ে যন্ত্রনায় ছটপট করছে। রোগীরা এ প্রতিনিধিকে জানান, এরকম করে চলতে থাকলে ওই মহিলা অসুস্থ হয়ে মারা যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ তার কোন ব্যবস্থা গ্রহন করছে না।
এ ব্যাপারে হাসপাতালের রতীন্দ্র চন্দ্র এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি জানিনা। তবে আমি আপনার কাছ থেকে জানার পর ব্যবস্থা নিচ্ছি।