Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালের প্রধান ফটকে ময়লা আবর্জনার স্তুপে

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকের সামন ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে এটি পরিস্কার না করায় দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। এমনকি হাসপাতালে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও সুস্থ মানুষদের মধ্যে রোগবালাই ছড়িয়ে পড়ছে। যাদিও হাসপাতালের ময়লা আবর্জনা প্রতিদিন পরিস্কারের কথা। কিন্তু পৌর কর্তৃপক্ষ প্রতিদিন তা পরিস্কার করছেন না। তারা দুই তিন পর পর এটি পরিস্কার করেন। ফলে ময়লা আবর্জনার স্তুপ জমে থাকে। এ ময়লা আবর্জনার স্তুপ পশু পাখিদের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। হাসপাতালের কর্মচারীরা জানান, পৌর কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে এসে গাড়ি দিয়ে ময়লা আবর্জনা নিয়ে যায়। ফলে এসব জমে থাকে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীর স্বজনরা মুখে রুমাল দিয়ে যাথায়াত করছেন।