Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্ত্রীকে অক্ষত-জীবিত ফেরৎ চাই

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ১ বছর হয়ে গেছে বউ এর কোন সন্ধান নাই। তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সে খবরও নাই। পাচারকারীরা তাকে অন্য কোথাও পাচার করে দিয়েছে কিনা তারও কোন হদিস নাই। বেচারা স্বামী বিষয়টি ইতোমধ্যেই প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় থানা, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কর্মসংস্থান মন্ত্রণালয় সেই অভিযোগ ৪৯.০০.০০০০.০২৪.০০.০৪৩.১৬ ( অংশ-২).৫৮৬ নং স্মারকে বিগত ৩১/১০/২০১৭ ইং তারিখে যথাযথ কর্তৃপক্ষের নজরে এনেছেন কিন্তু পাচারকারীরা পারুল বেগমকে ফেরত না দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি’র কারিশাবস্তি গুচ্ছ গ্রামের বাসিন্দা দরিদ্র ফটিক মিয়ার স্ত্রী পারুল আক্তার (২৫) কে একই ইউনিয়নের দুধপাতিল গ্রামের লাল মিয়ার পুত্র রহমত আলী দুবাই পাঠাবে বলে প্রলোভন দেয়। দুবাইতে ওই নারীর ৩০ হাজার টাকা বেতন হবে এমন প্রলোভন দেয় সীমান্তের নারী পাচারকারী দলের সদস্য রহমত আলী। দরিদ্র ফটিক মিয়া ধার কর্জ করে ৬০ হাজার টাকা পাচারকারী রহমতের কাছে তুলে দিলে ২০১৭ সালের ১৬ জুলাই ঢাকার ফকিরাপুলের মাদানী ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে পারুল বেগকে (পাসপোর্ট নং বিএম ০২৬৯৩৪৭) বিদেশ পাঠায় রহমত আলী। ৩ মাস অতিবাহিত হওয়ার পর বিদেশ থেকে পারুলের একটি ফোন আসে স্বামী ফটিকের কাছে। পারুল ফোনে জানান, তাকে দুবাই পাঠানো হয়নি। তিনি এখন দাম্মাম নামক স্থানে এক দালালের কাছে আটক আছেন। এখানে তার উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে। পারুল দেশে আসার জন্য স্বামীর কাছে আকুতি জানান। বিষয়টি তাৎক্ষনিক নারী পাচারকারী রহমতকে জানানো হলে সে মাদানী ট্রাভেলস এ যোগাযোগ করে এবং আরো ৪০ হাজার টাকা দেয়ার জন্য ফটিককে চাপ দেয়। এতো টাকা দরিদ্র ফটিকের পক্ষে কোন মতেই যোগাড় করা সম্ভব না তাই তিনি বিষয়টি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার স্মরণাপন্ন হন। ফটিক বলেন, আজ ১ বছর ধরে আমি মাদানী ট্রাভেলস, থানা পুলিশ, র‌্যাব, পাচারকারী রহমতসহ বিভিন্ন স্থানে ধর্না দিচ্ছি। কিন্তু স্ত্রীর কোন সন্ধান পাচ্ছি না। তার সাথে আমার কোন ধরনের যোগাযোগ নাই। তিনি জীবিত আছেন কিনা সেটা জানাও সম্ভব হয়ে উঠছেনা। তিনি বলেন, এ বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর কারনে পাচারকারীরা অব্যাহতভাবে তাকে হুমকী-ধমকি দিয়ে যাচ্ছে। তিনি তার স্ত্রীকে অক্ষত অবস্থায় জীবিত ফেরত চান তার ছোট শিশুটির জন্য।