Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাজানে সমাবেশ অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল মশাজান সেতু সংলগ্ন খোয়াই নদীর পূর্ব পাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে সভায় বক্তাগন বলেন ড্রেজার মেশিন দ্বারা অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হচ্ছে। ফলশ্র“তিতে বাঁধ ধ্বসে নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ করা ব্যতীত নদী ভাঙ্গন রোধের বিকল্প নাই। তাই ভবিষ্যতে বালু মহাল ইজারা দানে আরো কঠিন শর্তারোপ ও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রাখতে জেলা প্রশাসনের প্রতি আহবান জানান। খোয়াই নদীর ভবিষ্যত সুরক্ষা ও নদী তীরবর্তী এলাকা সমূহের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী নদী সুরক্ষা আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম দুদুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন হাজী আম্বর আলী, সিরাজ চৌধুরী, সুরুক মিয়া, আব্দুর রউফ, ফারুক মিয়া, বজলুর রশীদ, সাংবাদিক রহমত আলী, এডঃ শামসুল হক, আক্তার মিয়া, শহিদুর রহমান, রফিক সর্দার, মানিক মেম্বার, গেদা মিয়া, নুরুল ইসলাম মেম্বার, জিতু মিয়া, টেনু মিয়া, আবুল কালাম, দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম মেম্বার, মোঃ রফিকুল ইসলাম মেম্বার ও বাপা হবিগঞ্জের স্বেচ্ছাসেবক আমিনুল ইসলাম প্রমুখ।