Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের প্রিয় মুখ মনজিল আর নেই

স্টাফ রিপোর্টার ॥ অগ্রদূত বাসের স্বত্তাধিকারী ফজলুর রহমান লেবুর ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন এর বড় ভাই আতাউর রহমান মনজিল স্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি ৫ ভাই, ৫ বোন, স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোসল করতে বাথরুমে প্রবেশ করে স্টোকে আক্রান্ত হন তিনি। প্রায় দেড় ঘন্টা পরও বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে সারা না পাওয়ায় দরজা ভেঙ্গে মনজিলকে অচেতন অবস্থায় পড়ে দেখতে পান স্বজনরা। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে আসা হয় চাঁদের হাসি হাসপাতালে। সেখান থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ভর্তি করা হয় ঢাকার পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় গতকাল দুপুরে ইন্তেকাল করেন তিনি।
এদিকে মনজিল মারা যাবার খবর পেয়ে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে লাশ রাত ৯টর দিকে হবিগঞ্জ শহরের পিটিআই রোডস্থ বাসায় নিয়ে আসলে মনজিলকে এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভীড় জমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় গ্রামের বাড়ি জালালাবাদে ও বাদ জোহর হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে মুরারবন্দ মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।