Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ২ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পিবিআই আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মানবপাচার মামলায় ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আটকৃতরা হচ্ছে-টাঙ্গাইল জেলার জহিরুল ইসলাম তালুকদার (৫০) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়ার বিল্লা হোসেন (৩৫)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) সূত্রে জানা যায়, হবিগঞ্জের কয়েকজন যুবকে বিদেশ নেয়ার জন্য গ্রেফতারকৃত জহিরুল ইসলাম তালুকদার ও বিল্লাল হোসেন সহ তাদের সঙ্গীয়রা টাকা হাতিয়ে নেয়। পরে ২০১৬ সনের মার্চ মাসে কোন কাগজপত্র বা ভিসার ছাড়াই তাদেরকে ভারতে পাচার করে। এ সময় যুবকরা বিএসএফ এর হাতে আটক হয়। এ ঘটনা জানতে পেরে তাদের আত্মীয় স্বজন হবিগঞ্জ সদর মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআই দীর্ঘ তদন্তের এক পর্যায়ে গতকাল বুধবার ভোর রাতে হবিগঞ্জ পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঢাকার শেরে বাংলানগর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম তালুকদারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল দুপুরে বিল্লাল হোসেনকে কুমিল্লার বুড়িচং এলাকায় থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা মানবপাচারের কথা স্বীকার করেছে। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। স্বীকারোক্তিতে আটককৃ ব্যক্তিরা মানবপাচারের সাথে জড়িত তাদের সহযোগীদের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।