Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জৈবিক উপায়ে পুকুরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোববার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে আইডিয়ার হল রুমে শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত ”কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ প্রজেক্ট-(সিডিজিআই)” কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য দুই দিন ব্যাপি এক ”জৈবিক উপায়ে পুকুরে মাছ চাষ” বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোট আঠারো জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি অংশগ্রহন করেন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, সিনিয়র কো-অর্ডিনেটর, কমিউনিটি এঞ্জেজমেন্ট, শেভরন বাংলাদেশ কামরুজ্জামান রিপন, কুর্শি কার্প হ্যাচারী কর্মকর্তা মোহাম্মদ আলম, সাংবাদিক এম মুজিবুর রহমান। প্রকল্প ব্যবস্থাপক, সিডিজিআই, আইডিয়া সুদীপ্ত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্রতা দুরীকরণ, বেকারত্বে¡র হার কমানো ও আমিষের চাহিদা মেটাতে মাছ চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং দেশের অর্থনীতিতে এর ভুমিকার গুরুত্বারোপ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট একুশটি গ্রামে মোট একশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে মাঠফসল ও সব্জি চাষাবাদ, কাঠ ও ফল জাতিয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।