Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাকুরীর মায়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন এলাকার এক মাত্র ডাকঘরটি জীবনের ঝুকি নিয়ে ১৫ জন কর্মচারী কাজ করছেন। ভবনটি পুরাতন হওয়ায় যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে। হবিগঞ্জ জেলার সর্বত্র ডাক প্রতিদিন ওই ডাকঘরে গিয়ে বিকেলে জমা হয়। সেখান থেকে বাচাই করে সিলেট, চট্রগাম ঢাকাসহ সারা দেশে ডাক প্রেরণ করা হয়। কিন্তু ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও শ্যাওলা পড়ে রয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, একতলা ভবনটি বিভিন্ন স্থানে ফাঠল দেখা দিয়েছে। ভিতরে প্রবেশ করার সাথেই সাথেই কর্মচারীরা জানান, আমরা ১৫ জন কর্মচারী জীবনের ঝুকি নিয়ে কাজ করছি। বার বার কর্তৃপক্ষকে বলার পরও ভবনটি নির্মাণ করা হচ্ছে না। ঝড় আসলে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করে কাগজ পত্র নষ্ঠ হয়ে যায়। তবুও যাথাসাধ্যমত সারা দেশে ডাক প্রেরণ করেন তারা। এ ব্যাপারে ওই ডাকঘরের আরএমএস মুসলিম উদ্দিন ফকির জানান, পাকিস্তান আমলে ডাকঘরটি স্থাপিত হলেও এখনও পর্যন্ত এর কোন সংস্কার হয়নি। ফলে চাকরির মায়ায় আমরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছি।