Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কলেজে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা শাহনেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একাদশ শ্রেণির নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে স্বাগত মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেত্রী জনি আক্তার, শিউলি চৌধুরী, হেনা চৌধুরী রিপা, লিমা আক্তার, ঝুমা আক্তার, রুমি আক্তার, শিমু বেগম, ছাত্রদল নেতা আতাউর রহমান শামীম, সামছুর রহমান নাছির, আবুল কাশেম, স্বপন রবি দাশ, জনি আহমেদ, রুবেল আহমেদ, পাবেল আহমেদ, রাকিব আহমেদ, আছর আলী, জুবেল আহমেদ, এমদাদুল হক, ছায়েদ আহমেদ, আব্দুল আহাদ ইমন, জমির হোসেন জীবন, সুফিয়ান আহমেদ জুবেল, শাহ আলম, আল-রাজিব, রব্বান মিয়া, সুমন আহমেদ, চন্দন দাশ, রুবেল মিয়া, রাজিদ আহমেদ, সোহান আহমেদ, শাকিব আহমেদ, আবু সায়েদ, ফয়েজ আহমেদ প্রমুখ।