Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জননেত্রীর প্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকতে চাই-এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাহুবল উপজেলার মিরপুর একটি গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে জনসাধারণের ব্যবহারের জন্য আওয়ামী লীগ সরকার প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে একটি পাবলিক টয়লেট করে দিয়েছি। এক লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেই তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেছিল। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, ‘জননেত্রী প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই’। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মোছাব্বির শাহীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা রোমন রায়, ছাত্রলীগ সেতা ফারুক মিয়া, শামীম, আলাউদ্দীন, ফজল, পারুল, রাহেলা আক্তার, রিতা বেগম প্রমুখ।