Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সমাজে নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে সু শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তুললে পিতা-মাতাকে শেষ বয়সে গিয়ে কষ্ট করতে হয় না। সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হলে মা-বাবাকে কষ্ট দিতে পারে না। তাই সকল অভিভাবকদেরই উচিত নিজের সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর হাইস্কুলে ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। যে কারণে গ্রামাঞ্চলের লোকজনও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছেন। এছাড়াও সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও তিনি নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত প্রায় সাড়ে ৯ বছরে এমপি আবু জাহির হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আড়াইশ’ শয্যার হাসপাতাল, আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালুসহ হবিগঞ্জ-লাখাইয়ে অসংখ্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন। যা স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো এমপি-মন্ত্রী করতে পারেননি। এ সময় তারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত-নির্বিশেষে আগামী নির্বাচনে এমপি আবু জাহিরেকে আবারো নির্বাচিত করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং স্থানীয় জনতা তাদের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে হাত তুলে আগামীতেও এমপি আবু জাহিরকে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। ৪তলা ভিত্তি বিশিষ্ট ১তলা এই ভবনটি নির্মাণ করেছে হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মির্জাপুর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ ইকবালের সভাপতিত্বে হাইস্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ হিরাজ মিয়া ও বারো’র সরদার মোঃ আব্দুল লতিফ খান। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান, মকসুদ আলী, আব্দুর রউফ, সরদার আব্দুল বারিক, সরদার আব্দুল আলী, ফয়সল আহমেদ শামীম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামীম, হাইস্কুলের ভমিদাতা ভানু রায়, পান্না রায়, শুধাংশু রায়, মন্টু রায়, চিরঞ্জিব রায় রানা, আলহাজ্ব আব্দুর রশিদ, শফিক আহমেদ চৌধুরী, আব্দুল গনি মেম্বার, সাবেক মেম্বার আব্দুল হক, শিক্ষক মুফতি আশরাফুল ওয়াদুদ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়, আব্দাল উদ্দিন খান, আক্তার উদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে ফুল দিয়ে বরণ করেন মির্জাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সেবিকা রায়, সহকারী শিক্ষক রোকেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুল হক এবং নুরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আশরাফুল ওয়াদুদ চৌধুরী এবং গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্র জয়ন্ত দে।