Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিশু তন্ময়ের মৃত্যু রহস্য উন্মোচনের দাবীতে আজ চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করণ ও শিশু তন্ময়ের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবীতে আগামীকাল মানববন্ধন করবে “চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোট। আজ রবিবার বেলা ৩ টায় চুনারুঘাট মধ্য বাজারে ওই মানববন্ধন অনুষ্টিত হবে। শনিবার বিকালে প্রদক্ষেপগন পাঠাগার মিলনায়নে জরুরী এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বের ওই সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, ব্র্যাক মানবাধিকার কর্মী অল্লিকা দেবী, ভালবাসার গান কবিতা ও গল্প কথার প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সোহান, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, কবি মনসুর আহম্মদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, আবু তাহের, আঃ ওয়াহিদ, আজিজুল হক নাসির, নুর উদ্দিন সুমন, মোহাম্মদ রোবেল, রুমন ফরাজি, জিলানী আখঞ্জী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ধামালী সভাপতি এডভোকেট মোস্তাক আহম্মদ। উক্ত জরুরী সভায় নদী-ছড়া থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়। তবে সম্প্রতি চুনারুঘাটে শিশু তন্ময়ের মৃত্যু রহস্য উন্মোচন করে আগামী প্রজন্মকে একটি সুন্দর চুনারুঘাট উপহার দেয়ার জন্য সুশীল সমাজের প্রতি জোর দাবী জানানো হয়।