Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি ॥ পাহাড়ী মাটি ও বালুবাহী ট্রাক্টরসহ চালক আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২ হাজার ৪ শত ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি এলাকার কামাইছড়া পাহাড়ী ছড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাস্টিট্রেট মোঃ জসীম উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি এলাকার কামাইছড়া পাহাড়ী ছড়া থেকে দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন একদল পুলিশকে সঙ্গে নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪ শত ঘনফুট অবৈধ বালু জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গতকাল শুক্রবার দুপুরে ইউএনও জসীম উদ্দিনের উপস্থিতিতে জব্দকৃত বালু স্পট নিলাম করা হলে সর্বোচ্চ দর হিসেবে ৩৯ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে নিলামে বালু ক্রয়কারীকে ৩৬ ঘণ্টার মধ্যে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও উপজেলার হামিদনগর এলাকা থেকে পাহাড়ী মাটি পাচারকালে হরিতলা গ্রামের জালাল মিয়ার ১টি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৩৪-৬৯) ও সুজন পরিবহন নামের নাম্বারবিহীন ১টি অবৈধ বালুবাহী ট্রাক্টর এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত পাহাড়ী মাটিবাহী ১টি ড্রাম ট্রাক ও অবৈধ বালুবাহী ১টি ট্রাক্টর ও ট্রাক্টর চালক থানায় আটক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুক্রবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করি এবং পরে নিলামের মাধ্যমে বিক্রি করি। এবং উপজেলার হামিদনগর থেকে পাহাড়ী মাটিবাহী ১টি ড্রাম ট্রাক, অবৈধ বালুবাহী ১টি ট্রাক্টর ও ট্রাক্টর চালককে আটক করি। পাশাপাশি অভিযান পরিচালনাকালে পাহাড় কাটা, টিলা কাটা ও বালু উত্তোলনকারীদের সাবধান করে দিয়েছি। পরবর্তীতে কেউ অবৈধভাবে বালু তোলার চেষ্টা করলে গ্রেফতারসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।