Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পানিউম্দা হাফিজিয়া মাদ্রাসার জায়গা বিক্রির প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পানিউম্দা বাজারে হাফিজিয়া মাদ্রাসার জায়গা ফিরিয়ে দেয়ার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছে। পানিউম্দা, বরকান্দি,কুর্শা গ্রামবাসী গতকাল শুক্রবার বিকেল ৪টায় পানিউম্দা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিবাদ ও মানববন্ধনে ৭২ ঘন্টার মধ্যে মাদ্রাসার জায়গা বুঝিয়ে দেয়া এবং এলাকাবাসীর নিকট ক্ষমা না চাইলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুল রহমান, মেম্বার আরজদ আলী, মুহিত মিয়া, সাবেক মেম্বার মুনসুর আলম, আবুল ফজল, বিশিষ্ট মুরুব্বি মাওলানা আব্দুল মুনিম জিহাদী, পানিউম্দা বাজার সভাপতি আনিছ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুস, এয়াওর মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পানিউম্দা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাবেক ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান জাহিদ আহমেদ চৌধুরী অবসরে এসে পানিউম্দা বাজারে হাফিজিয়া মাদ্রাসা পানিউম্দা গ্রামের কবরস্থানের পাশে আনার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে ২৭ শতাংশ ভুমি ক্রয় করা হয়। জমি রেজিষ্ট্রি করার দায়িত্ব দেয়া হয় পুলিশের সাবেক কর্মকর্তা দেওয়ান জাহিদ আহমেদ চৌধুরীকে। এই সুযোগে সে তার নামে ও তার স্ত্রী বদরুন নাহার চৌধুরীর নামে ২৭ শতক জায়গার দলিল করে নেয়। এখবর শুনে গ্রামবাসী জিজ্ঞেস করলে জায়গা ফিরিয়ে দেবেন বলে জানান। এর পর থেকে তিনি দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন।। এরই মধ্যে তিনি জায়গাটি অন্যত্র বিক্রির চেষ্টার করছেন বলে এলাকাবাসী জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন।