Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ না হওয়ায় ভোগান্তি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের নোয়াপাড়া এলাকায় খাদ্য গুদামের কাছে বেঙ্গাছড়া খালের উপর ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন বিকল্প রাস্তা তৈরী না করেই পুরাতন ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। পুরাতন ব্রিজ থাকার সময় যেখানে ১০মিনিটে গন্তব্যে যাওয়া যেতে এখন সেখানে যেতে একঘণ্টারও বেশী সময় লাগে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, ওই খালের উপর নুতন ব্রিজ নির্মাণ করার জন্য প্রায় ৬ মাস আগে পুরাতন ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। এলাকাবাসী চলাচলের জন্য বিকল্প কোন রাস্তাও করা হয়নি। প্রায় ৬ মাস ধরে এই অবস্থা চললেও ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়নি। এতে ভুক্তভোগী এলাকাবাসী, জনপ্রতিনিধি, ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের প্রতি মানুষের ক্ষোভ দেখা দিয়েছে। নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর অভিযাগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার খোকন নামে একজন ঠিকাদার ওই রাস্তার কার্পেটিং কাজ ও ব্রিজটি ভেঙ্গে পুনরায় নির্মাণের কাজ পায়। কিন্তু অনেক বিলম্বে কার্পেটিং কাজ দায়সারাভাবে নিম্নমানের উপকরণ দিয়ে শেষ করা হলেও ব্রিজটি ভেঙ্গে ফেলে চলে গেছে। প্রায় ৬ মাস যাবত ব্রিজটি ভেঙ্গে ফেলে রাখায় এ রাস্তা দিয়ে যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। এতে করে এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল এবং পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। নোয়াপাড়া এলাকায় বেশ কয়েকটি শিল্প কারখানায় শত শত নারী-পুরুষ শ্রমিক কর্মরত রয়েছে। কিন্তু ব্রিজ ভেঙ্গে ফেলার কারণে রাতের বেলায় নারী শ্রমিকরা অনেক ভোগান্তির মধ্যে পড়ে। ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য উপজেলা পরিষদের সাধারণ সভা ও এলজিইডি কর্মকর্তাদের অবগত করলেও তা নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। নোয়াপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা ফয়জুল ইসলাম জানান, এ ব্রীজের কারণে নোয়াপাড়া খাদ্য গুদামে খাদ্য সামগ্রী আনা-নেয়া কষ্টকর হয়ে পড়েছে। প্রায় কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় খাদ্য সামগ্রী গুদামে নিতে হয়। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ভাঙ্গা ব্রিজটি ওই এলাকার জন্য এখন বড় সমস্যা। বিকল্প ব্রিজ তৈরি না করে এটি ভাঙ্গা সঠিক হয়নি। যার কারণে এখন মানুষের ভোগান্তি বেড়েছে। ঠিকাদার কিংবা প্রকৌশলী বিভাগের কারো গাফলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। বিকল্প রাস্তা তৈরি করে ব্রিজটি দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য এলজিইডির প্রধান প্রকৌশলীকে অবহিত করেছি। আশা করছি দ্রুত নির্মাণ করা হবে। এ ব্যাপারে ঠিকাদারী নিলু এন্টারপ্রাইজের পরিচালক খোকন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজটি ভাঙ্গার পর থেকেই ছড়া দিয়ে পাহাড়ি ঢলের কারণে নির্ধারিত সময়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। এখন পানির স্রোত কিছুটা কমেছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটি নির্মাণ করা হবে। এ ব্যাপারে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির সিকান্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মূলত পানির স্রোতের কারণে এটি নির্মাণে বিলম্ব হয়েছে। ঠিকাদারকে নির্দেশ দিয়েছি দ্রুত ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য।