Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো নবীগঞ্জ পৌরসভার কর মেলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো ২ দিন ব্যাপী নবীগঞ্জ পৌরসভার পৌরকর মেলা-২০১৮। মেলায় পৌর করদাতাগণের সরব উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করেছে। বিগত বছরের চেয়ে মেলায় বেশি কর আদায় হওয়ায় পৌর পরিষদ আনন্দিত। সচেতন পৌরকরদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করে পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করে নবীগঞ্জ পৌর পরিষদ। অতিথির বক্তৃতায় নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেছেন, ‘ নবীগঞ্জ পৌরসভার পৌরকর মেলার রূপকার আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তাঁর আপ্রাণ প্রচেষ্টায় ৩য় বারের মতো পৌরকরমেলা সফল হয়েছে বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘আমি মেয়র মহোদয়-সহ পৌর পরিষদের সকল সদস্য ও পৌরসভা অফিসের সকল কর্মকর্তা/কর্মচারীদের মেলা সফল করার জন্য ধন্যবাদ জানাই।’ যেসব পৌর সচেতন নাগরিক পৌরকর প্রদান করেছেন তিনি তাদের কৃতজ্ঞতা জানান আর যারা এখনও পৌরকর পরিশোধ করেননি তারা শীঘ্রই পৌরকর পরিশোধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আজ বিকেলে নবীগঞ্জ পৌরসভার পৌরকর মেলা ২০১৮’র সমাপনী দিনে অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। মেলার শেষ দিনে নবীগঞ্জ পৌরবাসীর উদ্দেশ্যে সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, নবীগঞ্জ পৌরসভায় তৃতীয় বারের মতো কর মেলায় আপনাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর মেলাকে বিশেষায়িত করার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আপনাদের এ অনুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকাণ্ডে সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি কর মেলায় নবীগঞ্জ উপজেলা পরিষদ, নবীগঞ্জ থানা, পৌর পরিষদ, পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে মেলা সফল ও সার্থক করার জন্য ধন্যবাদ জানান।
তিনি হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মেলার সমাপনী দিনে উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতি বছরই পৌর কর মেলা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। মেলাকে প্রাণবন্ত করতে একে একে আসেন অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসচিব মোঃ আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল মালিক, মোঃ আনোয়ার মিয়া, সুবিনয় কর, শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য, মোঃ আব্দুল মতিন, প্রবাসী নওশাদ আহমেদ, মোস্তফা আল হাদী, রঞ্জিত চক্রবর্তী নান্টু, রতন কুমার পাল, সাহেল আহমেদ প্রিন্স, ফুয়াদ হাসান রাজন প্রমুখ।
বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। অগ্রিম করদাতাদের থেকে ১০ জন এবং মেলায় এসে যারা কর প্রদান করেছেন তাদের থেকে ১০ জনসহ মোট ২০ জন পৌরকরদাতাকে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে ২০টি আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার উপস্থিতিতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।