Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাদ্রাসার জায়গা গোপনে বিক্রির পায়তারা ॥ এলাকায় টান টান উত্তেজনা ॥ সংঘর্ষের আশংকা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার জায়গা গোপনে বিক্রির পায়তারার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কেনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন লোকজন। জানা যায়, সম্মিলিত ভাবে টাকা তোলে মাদ্রাসার জন্য ২৭ শতক জায়গা ক্রয় করেন এলাকাবাসী। তখন সময় ক্যাশিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন পানিউমদা এলাকার মৃত দেওয়ান আহমদ চৌধুরীর পুত্র দেওয়ান জাহিদ আহমেদ চৌধুরী। ১৯৯৩ সনে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। জায়গা ক্রয় করার পরে এলাকাবাসীর অর্থায়নে মাদ্রাসার জায়গার উপর একটি বিল্ডিং স্থাপন করা হয়। এর কিছুদিন পর এলাকাবাসীকে না জানিয়ে গোপনে দেওয়ান জাহিদ আহমদে চৌধুরী তার স্ত্রী বদরুন নাহার চৌধুরীর নামে উক্ত মাদ্রাসার ২৭ শতক জায়গা রেজিষ্ট্রি করে নেন। এর ফলে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। একাধিক বার বৈঠকের পর দেওয়ান জাহিদ আহমদে চৌধুরী সেটেলমেন্ট জরিফে মাদ্রাসা নামে আর এস পর্চা করান। পরবর্তীতে ফের ট্রাইব্যুনালে মামলা দিয়ে দেওয়ান জাহিদ আহমদে চৌধুরী তার স্ত্রীর নামে মাদ্রাসার জায়গাটি ফিরিয়ে আনেন। এরপর থেকে মাদ্রাসার জায়গা রক্ষায় বার বার প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকাবাসী। গত কয়েকমাস পুর্বে দেওয়ান জাহিদ আহমেদ চৌধুরী মাদ্রাসার জায়গা শিল্পপতি নাজমুল হকের কাছে বিক্রির জন্য রেজিস্ট্রি করার উদ্যোগ নেন। বিষয়টি এলাকাবাসী অবগত হয়ে তাৎক্ষণিক মাদ্রাসার জায়গা রেজিষ্ট্রি বন্ধের ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী বরাবর ও সাব রেজিষ্ট্রি অফিসের বরাবর অভিযোগ দাখিল করেন। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছেন সচেতন মহল। এদিকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদ্রাসার জায়গা গোপনে বিক্রি পায়তারার প্রতিবাদে পানিউমদা, বড়কান্দি, খুশসা গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে পানিউমদা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তরা বলেন, মাদ্রাসার জায়গা রক্ষার্থে প্রয়োজনে রক্ত দিব কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নথ করবো না। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইউপি সদস্য আরজদ আলী, আব্দুর রাজ্জাক, চুনু মিয়া (মাস্টার), আনিছ মিয়া, ইউপি সদস্য মুহিত মিয়া, জহির আহমেদ জয়, অনু আহমেদ, মনসুর আলম, সাদির মিয়া, ইয়াওর মিয়া, আনকার মিয়া, মজলু মিয়া, ফরহাদ আহমেদ, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ মোজাহিদুল ইসলাম, ডাঃ আব্দুল হামিদ, হাজী এশ^াদ উল্লাহ, সাবেক সেনা সদস্য আব্দুস শহিদ প্রমুখ। এদিকে আজ শুক্রবার বিকেলে পানিউমদা বাজারে এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন করার কথা রয়েছে।