Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে রমরমা ডিস ব্যবসা

চুনারুঘাট প্রতিনিধি ॥ সম্প্রচার নিয়মনীতির প্রতি বৃদ্ধঙ্গুগুলি প্রদর্শন করে চুনারুঘাটে ১১ টি কেবল টিভি নেটওয়ার্ক অবৈধভাবে ডিশ ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওই ডিস ব্যবসায়ীরা নিজস্ব চ্যানেলে ২৪ ঘন্টা প্রচার করছে নানান ধরণের বিজ্ঞাপন। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অবৈধভাবে পরিচালনার দায়ে চুনারুঘাট বাল্লা রোডের রাজিন টিভি নেটওর্য়াক সম্প্রতি স্থানীয় প্রসাশন বন্ধ করে দেয়। কিন্তু প্রশাসনের নাকের ডগায় অন্য ডিস ব্যবসায়ীরা রহস্যজনকভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে চুনারুঘাট কেবল টিভি নেটওয়াক (সিসিটিএন) ২টি নিজস্ব ভিডিও চ্যানেলে প্রচার করে চলেছে বিজ্ঞাপন। অথচ বিজ্ঞাপন বাবদ প্রতিষ্টানটি সরকারকে কোন রাজস্ব প্রদান করছে না। বিজ্ঞাপন প্রচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমোদনও নেই। অভিযোগ আছে, চুনারুঘাট কেবল টিভি নেটওয়ার্ক ২ টি নিজস্ব ভিডিও চ্যানেলের মধ্যে একটি ২৪ ঘন্টা ‘হারবাল’ কোম্পানির অশ্লিল বিজ্ঞাপন প্রচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে করে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে বলে মনে করেন সচেতন দর্শক। এ ছাড়া তারা প্রতি গ্রাহক থেকে প্রতিমাসে ১শ পঞ্চাশ টাকা থেকে ২শ টাকা আদায় করছে। গ্রাহকরা অভিযোগ করেন, তিন চারটি পে-চ্যানেল গ্রাহকদের চাহিদার তুলনায় খুবই নগণ্য। ব্যবসায়ীরা মূলত ফ্রি-চ্যানেল দিয়েই গ্রাহকদের চাহিদা পূরন করার চেষ্টা করছে। চ্যানেলের তুলনায় সংযোগ বেশী হওয়ায় গ্রাহকদের প্রায়াই বিড়ম্বনায় পড়তে হয়। কোন কোন দিন বন্ধ থাকে সম্প্রচার। সামন্য বৃষ্টি-বাতাস হলেই সম্প্রচার বন্ধ থাকে দিনের পর দিন। চুনারুঘাট উপজোর আসামপাড়া বাজার, আমুরোড বাজার, রাজার বাজার, নালমূখ বাজার, গাজীগঞ্জ বাজার, রানীগাওঁ বাজার, সুন্দরপুর বাজার, কাজিরখিল বাজার, র্দুগাপুর বাজার, শাকির মোহাম্মদ বাজারে সরকারী কোন অনুমদন ছাড়াই ডিস ব্যবসা চলছে। এতে প্রশাসনের নেই কোন নজরধারী। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, অবৈধ ডিশ ব্যবসায়ীদের তালিকা তৈরী করে ব্যবস্থা নেয়া হবে।