Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উম্মাহ আপিল ইউকের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার উম্মাহ আপিল ইউকে’র উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন উম্মাহ আপিল ইউকে’র নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। কিন্তু দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় তেমন কোন কার্যকরি উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি। সমাজের বিত্তবানরাও সেভাবে এগিয়ে আসছে না। বন্যাদুর্গত জনগণের বিশাল একটি অংশ আজ মানবেতর জীবন যাপন করলেও সরকারের তরফ থেকে কোন ত্রাণ সহায়তা পাচ্ছে না। এমন দায়িত্বহীনতা অব্যাহত থাকলে বন্যা কবলিত অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন বন্যার্তদের কষ্ট লাঘবে কার্যকরি পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন জরুরী। আমরা আশা করি সরকার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বন্যার্তদের সার্বিকভাবে সহায়তার জন্য সর্বোচ্চ প্রচেষ্ঠা চালাবেন। একই সাথে বিত্তবানরাও এগিয়ে আসবেন। আরো উপস্থিত ছিলেন ডাঃ মুসলিম মিয়া, জামিল আহমদ, মহি উদ্দিন, লায়েক আহমদ, সাইদুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।