Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জের জেলা প্রাশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বুধবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উক্ত প্রকল্পের ঠিকাদার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন প্রমুখ।
উল্লেখ্য, ৫ লাখ ২৪ হাজার ৩ শত টাকা ব্যয়ে উপজলা পরিষদের শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন নির্মাণ করা হবে।