Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পানিতে ডুবে মুড়ি বিক্রেতার মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামে ধানী জমির পানিতে ডুবে ছনর মিয়া (৪০) নামে এক মুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের ফিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছনর মিয়া কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত এশ^াদ উল্লাহ’র পুত্র। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়ি বিক্রি করেই সংসার চালাতেন ছনর মিয়া। প্রতিদিনের ন্যায় ছনর মিয়া গতকাল সকালের দিকে মুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। মুড়ি বিক্রি শেষে ছনর মিয়া বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের ফিরোজপুর গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে গিয়ে হাটু পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। অনেকের ধারণা, তীব্র গরমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ জমির পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে খবর দেন স্থানীয় লোকজন। পরে কুর্শি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ সামছুল ইসলাম সুজন, ইউপি সদস্য শ্রীবাস পাল ঘটনাস্থলে ছুটে যান। ছনর মিয়ার ছোট ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সনাক্ত করেন। এসময় ছনর মিয়ার স্ত্রী ও ১ মেয়ে ৩ ছেলেসহ পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। নেমে আসে শোকের ছায়া।