Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আতাউর রহমান সেলিমের উপর হামলার ঘটনায় সুশান্ত দাশ গুপ্তসহ ১৪ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সভা থেকে ফেরার পথে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু আমতলি এলাকায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতৃবৃন্দের উপর হামলা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সুশান্ত দাশগুপ্তসহ ১৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বানিয়াচং উপজেলায় দলীয় একটি কর্মসূচিতে অংশ নিয়ে হবিগঞ্জ শহরে ফেরার পথে উল্লেখিত এলাকায় প্রতারক সুশান্ত দাশ গুপ্তের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের গাড়ি বহরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে সুশান্ত দাশগুপ্তসহ ১৪ জনকে আসামী করে আতাউর রহমান সেলিমের ছোট ভাই সাইদুর রহমান মামলা দায়ের করেন। পরোয়ানাভুক্ত আসামীরা হলো- সুশান্ত দাস গুপ্ত, সুমন্ত দাস গুপ্ত তনু, ইউপি সদস্য প্রদীপ দাস, সুজন মিয়া, নজীর মিয়া, দিমান দাস, রাজিব চৌধুরী, মিন্টু দাস, চঞ্চল দাস, মানিক দাস, গবিন্দ দাস, পরিমল দাস ও সুমন দাস হরি।