Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বানভাসি মানুষের দুর্ভোগ চরমে ॥ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দিনাতিপাত

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার পানি কিছুটা কমলেও এখনো পানিবন্দি অবস্থায় দিনযাপন করছে অসংখ্য পরিবার। অনেক বসতবাড়িসহ রাস্তাঘাটে এখনো পানি রয়ে গেছে। বিশুদ্ধ খাবার পানি এবং খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। ব্যক্তিগতভাবে অনেকেই বানভাসি মানুষের সহযোগিতা করছেন। পুরোপুরি পানি কমতে আরো কয়েকদিন লাগতে পারে বলে ভুক্তভোগিরা জানান।
গতকাল দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে গিয়ে কয়েকটি ঘরের ভিতরে হাটু পানি দেখা গেছে। এসব পরিবার ঘরের ভিতর মাচা বেঁধে বসবাস করছেন। নদী পাড় হয়ে বন্যা কবলিত গ্রামের ভিতরে প্রবেশ করার সময় ত্রাণের নৌকা মনে করে অসহায় মানুষ গুলো হাউমাউ করে কেঁদে উঠেন। যখন তারা বুঝতে পারলেন এটি ত্রাণের নৌকা নয়, সাংবাদিকরা এসেছেন তখন তারা কান্না থামিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে থাকেন। তাদের চেহারায় দুর্দশার করুণ চিহ্ন ফুটে উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক মহিলারা বলেন, বাবারে, আমরা গরীব, আমাদেরও তো জীবন আছে। বন্যার পানি আমাদের সব ভাসিয়ে নিয়ে গেছে। বেছে থাকার মত কোনো রকম ভিটে বাড়ি আছে। ঘর থেকে বেড় হওয়ার কোনো পথ নেই। খেয়ে না খেয়ে কোনো রকম বেছে আছি। একটা মানুষ আমাদের খোঁজ খবর নিচ্ছে না। বাবারে আমরার দুর্ভোগের কথা মেম্বার চেয়ারম্যান রে কইবায়নি? তোমরার মাধ্যমে না হয় দেশের মানুষেরে দেখাও। তারা দেখে আমরারে কিছু দিবনে।