Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ঈদের দিনে ভানবাসি মানুষের পাশে মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের ১০টি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশকিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও অধিকাংশ লোকজন বাড়িঘর ফেলে কোথাও যেতে চাচ্ছে না। এ অবস্থায় খুব মানবেতর জীবন-যাপন করছে লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা শাহনেওয়াজ মিলাদ গাজী ঈদের দিন ছুটে যান ওই এলাকায়। দিনভর ঘুরে ঘুরে ভানবাসি মানুষের খোজ খবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ভানবাসি মানুষের মাঝে ছিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, দিঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সহ-সভাপতি ও দিঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াছমিন, দিঘলবাক বাজার কমিটির সভাপতি গুলজার মিয়া, আব্দুল হান্নান প্রমুখ। এ সময় মিলাদ গাজী প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।