Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতে বৃষ্টি ॥ খোয়াই নদীর পানি বিপদসীমার ২৩০ সেঃমিঃ উপরে

স্টাফ রিপোর্টার ॥ ফুঁসে উঠছে খোয়াই। উজান থেকে নেমে আসা বানের পানিতে ভরে উঠেছে খোয়াই। গতকাল মধ্যরাত পর্যন্ত নদীর পানি বিপদসীমার ২৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার মধ্যরাত থেকে নদীতে পানি বৃদ্ধি পায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ মঙ্গলবার থেকে নদীতে পানি বাড়তে থাকে।
খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।