Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুনই গ্রামে সিএনজি ষ্ট্যান্ড নিয়ে আধিপত্যের লড়াই ॥ দু’দলের সংঘর্ষে আহত ৩০, আটক ৩১

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সিএনজি ষ্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩১জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমামবাড়ি বাজার থেকে গুনই গ্রামে সিএনজি চলাচল করছে। গুনই গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের পূর্বপাড়ে সিএনজি ষ্ট্যান্ড স্থাপন করা হয়। ওই ষ্ট্যান্ডের দায়িত্বে রয়েছেন রবসহ ও গিয়াসসহ আরো কয়েকজন। তারা সিএনজির কাছ থেকে চাঁদা আদায় করে সিরিয়েল দিয়ে থাকেন। এরই মধ্যে গত শনিবার ব্রিজের পশ্চিম পার্শ্বে গুনই গ্রামের মুকিত চৌধুরী ও সাইফুল মেম্বারসহ আরো কয়েকজন মিলে নতুন করে আরেকটি ষ্ট্যান্ড স্থাপন করে। গতকাল নতুন ষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজি চলাচল শুরু করলে পুরনো ষ্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত ৩১ জনকে আটক করে। এরা হচ্ছে-আব্দুল কদ্দুছ (৩০), ফারুক মিয়া (২৫), ইউনুছ উল্লা (৩৫), আমিন আলী (৪৫), সুমন মিয়া (২৮), আব্দুল হামিদ (৩৮), সফিক আলী (৫০), হামিদুর রহমান (২২), হবিবুর রহমান (২০), কাউছার মিয়া (২৫), জুয়েল মিয়া (২০), আব্দুল জলিল (১৮), রিপন মিয়া (৩০), ইয়াকুব আলী (২০), নুর উদ্দিন (২২), শাহিন মিয়া (১৫), মামুন মিয়া (১৯), খালেদ মিয়া (২৬), জাকির মিয়া (৩০), ফারুক মিয়া (৩২), আব্দুর রহিম (৪৫), আব্দুল হান্নান (৪৮), আবুল হোসেন (২২), রজব আলী (৫০), আব্দুল বারি মেম্বার (৫০), সিরাজুল ইসলাম চৌধুরী (৪৪), আলী হোসেন (৩২), নুরুল আমিন (২৬), শেখ মিজান মিয়া (১৯), আব্দুল আলীম (৫৫) ও আশিক মিয়া (৩০)। এরা সবাই গুনই গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।