Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের নলসুজা গ্রামে ভূমি নিয়ে বিরোধ ॥ প্রাণনাশের হুমকী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে নলসুজা গ্রামে জোরপূর্বক সীমানা পিলার তুলে ভূমির কিছু অংশ বিনষ্ট করায় নবীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। নলসুজা গ্রামে জালাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে গত ২৭ মে জিডি করা হয়। জিডিতে অভিযুক্তরা হচ্ছেন-একই গ্রামের আছাদ মিয়া ও আব্দুল খালিক।
জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা ও বাদীর বাড়ি পাশাপাশি অবস্থান। অভিযুক্ত আছাদ মিয়া সরকারী লীজকৃত ভূমিতে বসবাস করছেন। আছাদ মিয়া গত ২৬ মে জালাল উদ্দিন চৌধুরীর সীমানা পিলার তুলে জোরপূর্বক ভূমির কিছু অংশ নষ্ট করে ফেলেন। জালাল চৌধুরী এর প্রতিবাদ করলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে। ঘটনাটি তিনি স্থানীয় মুরুব্বীদের অবহিত করেছেন।
এর আগে লীজকৃত ভূমি থেকে মাটি বিক্রি ও ভূমির শ্রেনী পরিবর্তন করায় ২৩ মে আছাদ মিয়ার লীজ বাতিলে জন্য জালাল চৌধুরী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আছাদ মিয়া লীজকৃত ভূমির মাটি কেটে বিক্রি ও পুকুর ভরাট করে শ্রেনী পরিবর্তন করেছেন। এ অবস্থায় তিনি আচাদ মিয়ার লীজ বাতিলের দাবী জানান।