Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ মুক্তিযোদ্ধারা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশে বসবাসের সুযোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা জীবন বাজি রেখে শত্র“মুক্ত করেন মাতৃভূমিকে। মুক্তিযোদ্ধারা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম মহান স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা বিরোধীরা চায়নি এ দেশ স্বাধীন হোক। ওইসব স্বাধীনতা বিরোধীদের প্রজন্ম এখনও দেশের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। ওই সকল পাকিস্তানের প্রেতাত্মারা যাতে দেশের ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান এমপি আবু জাহির।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকের মোঃ সিকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, সাবেক সহকারী কমান্ডার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, সাবেক কমান্ডার আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব পংকজ কান্তি পল্লব, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব ফখরুদ্দীন খান পারভেজ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইড)’র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ এলজিইডি।