Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্যাতিত সাংবাদিক জীবনের পাশে পুলিশ সুপার বিধান ত্রিপুরা

স্টাফ রিপোর্টার ॥ পুলিশী নির্যাতনে শিকার চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গতকাল শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে জীবনকে দেখতে গিয়ে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে বলে আবারো প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এছাড়াও তিনি জানান, কারো ব্যক্তিগত দায় পুলিশ বাহীনি নেবে না। যে অপরাধ করবে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। হাসপাতালে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জীবনের কাছ থেকে নির্যাতনের ঘটনার বর্ণনা শুনেন। এ সময় জীবন কান্নায় ভেঙ্গে পড়লে তাকে শান্তনা দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, হবিগঞ্জ প্রেসকাবের সহ-সভাপতি ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস, শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, আবু হাসিব খান চৌধুরী পাবেল, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।