Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মোবাইলে গান শুনতে শুনতে রেল লাইনের উপর ঘুম ॥ চুনারুঘাটের রেল শ্রমিক ইমনের দেহ ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাও গ্রামের ইমন সাওতাল (২৫) পাবনার চাটমোহরে রেল শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কাজ শেষে অন্যান্য শ্রমিকরা তাবুতে চলে যায়। কিন্তু ইমন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে রেল লাইনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নিহত ইমন ওই গ্রামের পুতুল সাঁওতালের ছেলে।
এলাকাবাসী জানান, রেললাইন সংস্কার কাজের জন্য গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকজন রেল শ্রমিক গুয়াখড়া স্টেশন এলাকায় কাজ করছে। বৃহস্পতিবার সারাদিন কাজ শেষে অন্য শ্রমিকরা গুয়াখড়া স্টেশনের ওপর তাবুতে গেলেও ইমন রেল লাইনের ওপর কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বার বার হর্ণ বাজালেও না শোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ইমন। শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, শুক্রবার সকালে ইমন সাঁওতাল নামে ওই রেল শ্রমিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।