Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই উপজেলা নির্বাচনে প্রার্থী সম্পর্কে চলছে অপপ্রচার আওয়ামীলীগের একক প্রার্থী নেই কেউ বহিস্কারও হয়নি-আবু জাহির এমপি

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অনুকম্পা পেতে মরিয়া হয়ে উঠছেন অনেক প্রার্থী। নির্বাচনী বৈতরণী পাড় হতেই দলকে ব্যবহার করা হচ্ছে। অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন ভাবে। এতে করে হিতে বিপরীত হচ্ছে। এ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। একাধিকবার একক প্রার্থী মনোনীত করতে সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। ফলে লাখাই উপজেলায় আওয়ামীলীগের মনোনীত দলীয় একক প্রার্থী নেই। দলীয় সিদ্ধান্তে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তার পরও দলীয় অনুকম্পা নিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হতে কেউ কেউ নিজেকে দলের একক প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে কোন কোন প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে কৌশলে। বিএনপিতেও এ কৌশল অবলম্বন করা হয়। গতকাল জেলা আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম মোল্লা মাসুমকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে অপপ্রচার করা হয়। এতে করে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আবার আবুল হাসেম মোল্লা মাসুমকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনা করা হয়েছে বলেও প্রচার করা হয়। অনেকে সাংবাদিকদের নিকট ফোন করে একক প্রার্থী ও বহিস্কার এর সত্যতা জানতে চান।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জহির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-লাখাই উপজেলা নির্বাচনে দলীয় কোন একক প্রার্থী নেই। এ উপজেলায় নির্বাচনে দলীয়ভাবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং দল থেকে কাউকে বহিস্কারও করা হয়নি। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে লাখাই উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।