Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশী নির্যাতনের শিকার আজিজুলের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশী নির্যাতনের শিকার চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের ভাই আজিজুরকে মু্িক্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন চ্যানেল এস এর সাংবাদিক জীবনের আপন ভাই এখনো মিথ্যা মামলায় কারাভোগ করছেন। তারা অচিরেই আজিজুলকে মুক্তি ও জীবনের উপর পুলিশী নির্যাতন এর সুষ্ঠু বিচারের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন- চেম্বার নেতা দেওয়ান মিয়া, উদীচি সভাপতি পিযুষ চক্রবর্তী, এডঃ কামরুল ইসলামহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মাদক বিক্রির অভিযোগ এনে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় সাংবাদিক জীবনের বাসার পাশে অবস্থিত তার ছোট ভাইয়ের দোকানে হানা দেয় হবিগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় পুলিশ তার ছোট দুই ভাইকে মাদক বিক্রির অভিযোগ তুলে মারপিট করতে শুরু করে। থানায় এনেও চোখ বেঁধে এসআই রকিবুল হাসান সাংবাদিক জীবনসহ তার ছোট দুই ভাইকে রাতভর নির্যতন চালায়। পুলিশের এমন বর্বর নির্যাতন বন্ধ করতে অনুরোধ করলেও পুলিশ তা বন্ধ করেনি। উল্টো গলিত মোম ঢেলে দেয়া হয় তাদের পায়ুপথে। আদালত প্রাঙ্গনে এভাবেই নির্যাতনের বর্ণনা দিলেন নির্যাতিত সাংবাদিক নিজেই। এ ঘটনায় সাংবাদিকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে হবিগঞ্জ। সাংবাদিকরা সাজানো অভিযোগে সিরাজুলের উপর অত্যাচার ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবী করেন। পুলিশ এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।