Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভায় ইফতার মাহফিল অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম এর সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার পৌরসভা প্রাঙ্গনে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম, ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ আব্দুস সামাদ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুল বারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, কাউন্সিলর আব্দুস সালাম, কবির মিয়া, জাকির হোসেন, সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা আজাদ, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা মহিবুর রহমান আকল, আব্দুর নুর, আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, জয়নাল আবেদীন নীলমনি, জাহির আলী, কদর আলী, কবির মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, জহিরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেবুল ভট্রাচার্য্য, হাফিজুর রহমান, মালদার মিয়া, আব্দুল হান্নান, মরম আলী, মাসুক মিয়া প্রমূখ। এর আগে এক বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। মোনাজাত পরিচালনা করেন রাজাবাদ জামে মসজিদের ইমাম মাওঃ ইয়াকুত আহমদ। ইফতার পুর্ব এক আলোচনায় ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম বলেছেন, স্বল্প দিনের দায়িত্ব পেয়ে পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে যথাসাধ্য কাজ করার চেষ্টা করেছি। দায়িত্বপালন কালীন সময়ে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম।