Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে র‌্যাবের অভিযান দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রামের মৃত আলী মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৪) ও নয়ানী বনগাও গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে জাশেম আলী (৩০)। র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম এলাকার রাস্তার উপর থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করেন। এ সময় সোহেলেকে তল্লাশি করে ৭ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। একই দিন সন্ধ্যা ৬টার দিকে নয়ানী বনগাঁও এলাকা থেকে জাশেম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় জাশেম আলীকে তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজা, ২বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।