Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ॥ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরের বিভিন্ন বাজারে পৃথক অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে গোপায়া বাজারে ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে সুজন স্টোরকে ২ হাজার ৫শ টাকা, বৈদ্যার বাজারে তাজ ফাস্ট ফুডকে ৩ হাজার ৫শ টাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে একই বাজারের খাজা স্টোরকে ২ হাজার টাকা, খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে কটিয়াদি বাজারের আদি আদর্শ মিষ্টিঘরকে ৪ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একই বাজারের শাহজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।