Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বহুল প্রত্যাশিত মেডিকা হসপিটালের উদ্বোধন

নবীগঞ্জ সংবাদদাতা ॥ মেডিকা হসপিটালের উদ্বোধনের মধ্য দিয়ে নবীগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত দীর্ঘদিনের আশার প্রতিফলন গঠলো। গতকাল সোমবার শহরতলীর বাংলা টাউনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে বহুশয্যা বিশিষ্ট অত্যাধুনিক মেডিকা হসপিটালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকা হসপিটালের চেয়ারম্যান এহতেশামুল হক শামীমের সভাপতিত্বে ও এমডি শেখ শাহানুর আলম ছানু ও ডাইরেক্টর আবুল কালাম মিটুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপ-পরিচালক স্বাস্থ্য বিভাগ (প্রাক্তন) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি হবিগঞ্জ সদর হাসপাতালের তত¦াবধায়ক ডাঃ রথিন্দ্র নাথ, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ ইমরান আহমেদ, ডাঃ সৈকত, ডাঃ হাসান, ডাঃ আজিজুর রহমান, আফতাব আল মাহমুদ, ব্যারিষ্টার মাহদি জামান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কমিশনার আলাউদ্দিন, কবির মিয়া, সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু, রিজবী আহমেদ খালেদ, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক আলাউর রহমান ঠাকুর, কাজী হাসান আলী, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক আব্দুর রক্বীব হক্কানী, শাহ সুলতান, অলিউর রহমান অলি, জসিম উদ্দিন, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, মতিউর রহমান মুন্না, সুমন আলী খান, এস এম আমির হামজা, এজিএস আলহাজ্ব মকছুদ আলী জয়ধর, রাব্বি আহমেদ মাক্কু, মুফতি ফয়ছল তালুকদার, মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী, দিলারা বেগম, আব্দুল হালিম, মাস্টার সিরাজুল ইসলাম, ফারুক মিয়া, নাজির আহমেদ চৌধুরী, মোস্তফা আল হাদী, নুরুল হাদী বানী, হেলেনা বেগম চৌধুরী, আব্দুল কাদির, সুহেল আহমেদ, জামাল আহমেদ, ওয়াহিদুজ্জামান জুয়েল, করিম চৌধুরী, শিপন চৌধুরী, হরিপদ দাশ, সাদির উল্লাহ, আব্দুল হাসিম, লেবু মিয়া, ঝুনু মিয়া, হাজী আব্দুল মান্নান, রমাপদ রায়, এনটিভি ক্যামেরা পার্সন মনির আহমেদ, আহানুর আহমেদ, আতা মিয়া, জিতু মিয়া সেন্টু, শাহ রুহেল আহমেদ, ফজল মিয়া, আখলিছ মিয়া, ফুয়াদ হাসান রাজন, মোশাহিদ আহমেদ, হুমাউন কবির মুরাদ, তাহের চৌধুরী, সাইফুর রহমান, আশরাফুল ইসলাম, মিটন আহমেদ, সদর মিয়া, ইসারাইল আহমেদ রাজা প্রমূখ।