Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে নিখোঁজ হওয়া টমটম চালকের লাশ উদ্ধার

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে নিখোঁজের দুই দিন পর টমটম চালক শাকিল আহমেদ (২০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে জগতপুর গ্রামের কাছে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। শাকিল আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মুসলিম মিয়ার পুত্র।
গত শুক্রবার সকালে টমটম নিয়ে শাকিল আহমেদ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ওই দিন রাতেই তার ভাই মিজান শায়েস্তাগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে শহরের উমেদনগর এলাকা থেকে টমটমটি উদ্ধার করা হয় এবং দিপুল চন্দ্র কর (২৫) নামে যুবককে আটক করা হয়। সে সিলেট জেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের পুত্র।
এরই মধ্যে গতকাল স্থানীয় লোকজন জগতপুর গ্রামের কাছে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের খালে লাশ দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই দেলোয়ারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায় নিহত শাকিলের টমটমসহ আটককৃত দিপুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত দিপুলকে এই হত্যা ও টমটম ছিনতাই করার কাজে জড়িত থাকার অভিযোগে আগামীকাল সোমবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।