Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষে সুখে শান্তিতে ছিলেন-আতিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে চুনারুঘাট পৌর শহরের সওজ ডাক বাংলোতে চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আঃ ছালাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোনায়েম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার-উল গনি, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, যুগ্ম আহ্বায় মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ ছালাম মেম্বার, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান, জাপা নেতা আয়ুব আলী মেম্বার, ফরিদ মিয়া, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মহালদার, আঃ হাসিম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আঃ জব্বার সুবেদার, চুনারুঘাট পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল, জেলা জাতীয় সৈনিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল করিম, মাধবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাউছার আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা যুবসংহতির সভাপতি আব্দুল মুকাদিম নিশু, সাধারণ সম্পাদক আবু তাহের সুলতান, আঃ আলী, কদর আলী, মিজানুর রহমান জামাল, জুয়েল আহমদ, রিপন আহমেদ ও ১০টি ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুত বিল মওকুফ করেছিলেন। হবিগঞ্জকে মহকুমা থেকে জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জেলা পরিষদ, সার্কিট হাউজ, খোয়াই নদীতে ব্রিজ নির্মাণ, চুনারুঘাটে খোয়াই ব্রিজসহ প্রত্যেক উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সসহ অসংখ্য উন্নয়ন করেছেন। চুনারুঘাটের চা শ্রমিকদের কল্যাণে চা শিল্পের মান বৃদ্ধি করেছেন পল্লীবন্ধু এরশাদ। তিনি বলেন-জাতীয় পার্টির একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল। জাতীয় পার্টি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এদেশের মানুষে সুখে শান্তিতে ছিলেন। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।