Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বার্মিংহাম আওয়ামীলীগের উদ্যোগে জাতিরজনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বার্মিংহামের কভেন্ট্রীরোডস্থ একটি হলে স্বাধীনবাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর এবং যুগ্ম্ সম্পাদক নুরুল ইসলাম কিসলু এর যৌথ পরিচালনায় সভায় বার্মিংহামের বিভিন্ন রাজনিতিক, সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত কি না সন্দেহ ছিল। বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধু ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করেননি। কাকরাইল মসজিদ বঙ্গবন্ধুর দেওয়া। তিনি এ দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড, রেডিওতে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু দেশে মদ, জুয়া, হাউজি বন্ধ করেছিলেন। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জমি দান করেছিলেন, সোভিয়েত ইউনিয়নে বাঙালিদের প্রথম তাবলিগেও পাঠান তিনি।’ সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের সাবেক সভাপতি ইব্রাহীম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির বসির, ফখরুল ইসলাম, আব্দুস শুকুর, আজমল খান, নুরুল ইসলাম কিসলু, নাসির আহমেদ শ্যামল, এলাহী হক শেলু সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন।