Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েল মাদক ব্যবসায়ী নয় প্রতিবাদ সভায় এলাকাবাসী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের আব্দুস সোবহানের পুত্র শায়েল আহমদ কোনো ধরণের মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত নয়। সে সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। শুক্রবার রাতে গজনাইপুর ইউনিয়নের পুরাতন মেলার বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্যকালে উপস্থিত বক্তারা এ দাবী করেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু আমরা চাই না নিরপরাধ কোনো ভালো মানুষ এ ধরণের পুলিশি হয়রানীর শিকার হউক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলের জন্য যে পরিকল্পনা করেছেন আমাদের গজনাইপুরবাসীর পক্ষ থেকে উনার এ উদ্যোগ গ্রহণ করায় অভিনন্দন জানাই। সরেজমিনে যদি উধ্বর্তন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে এর হাজারো প্রমাণ পাবে যে শায়েল মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গজনাইপুর ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন, সাবেক ইউপি সদস্য রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক ফুল মিয়া, আকবর আলী, কালাম মিয়া, এলাইছ মিয়া, মিলাদ মিয়া, ওয়াহিদ মিয়া, আনসার উদ্দিন, নিজাম মিয়া, তাজুদ মিয়া, সমসু মিয়া, মোস্তফা মিয়া, সৈয়দ আব্দুস সুবাহান, সুমন মিয়া, চাও মিয়া, ডাক্তার ছাদ আলী, ডাক্তার আফজল, কাজল মিয়া, সেবু মিয়া, আব্দাল মিয়া, আব্দুর রহিম, আব্দুল হাই, হাসান আহমেদ, জিয়া উদ্দিন, শওকত আলী, সাদিক মিয়া, ফটিক মিয়া। এছাড়াও এ প্রতিবাদ সভায় এলাকার যুবসমাজসহ কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গোপলার তদন্ত কেন্দ্রের পুলিশ শায়েল আহমেদকে জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে এলাকার মানুষ বাধা দেন। এ সময় এলাকারবাসী দাবী করেন শায়েল মাদক ব্যবসায়ী নয়।