Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫নং দৌলতপুর ইউপির ২০১৮-১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি ॥ যোগাযোগ, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা খাতকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচং উপজলার ৫নং দৌলতপুর ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান। ইউপি সচিব মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মোঃ মঈন উদ্দিন, মোঃ মাসুদ মিয়া, মোঃ উবাদুল হক, লক্ষী রাণী বৈষ্ণব, মোছাঃ সুমাইয়া বেগম। এছাড়া উপস্থিত জনগণের পক্ষ থেকে বাজেটে উপর বক্তব্য রাখেন হাফিজুর রহমান মলাই ও রাজেন্দ্র কুমার বৈষ্ণব। সভায় চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা খাতকে অগ্রাধিকার দিয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৮৩৬ টাকা বাজেট ঘোষণা করেন। এ সময় অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে উক্ত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।