Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগ ৯ জনকে ৭ দিনের কারাদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাও গ্রামের ৯ দাঙ্গাবাজকে গ্রাম্য দাঙ্গার সাথে জড়িত থাকার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- নোয়াগাও গ্রামের অনর উদ্দিনের ছেলে ফসাল আহমেদ (২০), ছরকুম উল্বার ছেলে ইমান উদ্দিন (৪০), আব্দুল ছাত্তার এর ছেলে আবু সাহেদ (৩৫), জামান উল্বার ছেলে আব্দুল কাদির (২৫), আরিফ উল্লার ছেলে শরীফ উদ্দিন (১৮), ছুরত মিয়ার ছেলে মঞ্জুর মিয়া (১৮), আব্দুর কাদির এর ছেলে মনর উদ্দিন (২০), ধন মিয়ার ছেলে জিতু মিয়া (৬০), মদরিছ মিয়ার ছেলে আবুল কাশেম শামীম (৫১)।
উল্লেখ্য, গত বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে আরজু মিয়া পক্ষের রাকিব মিয়াকে রাস্তায় একা পেয়ে হামলা চালায় ফরিদ মিয়া পক্ষের লোকজন। প্রাণে রক্ষার্থে রাকিব আমির উদ্দিন মাওলানার বাড়ীতে আশ্রয় নেয়। এসময় হোসেন নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তার উপর চড়াও হয় ফরিদ মিয়ার পক্ষের লোকজন। এসময় তাদের আঘাতে হোসেন গুরুতর আহত হয়। বর্তমানে আহতবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে হোসেন চিকিৎসাধীন আছে। এ বিষয়টি আরজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ খবর জানতে পেরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উভয়পক্ষের ৯জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে হাজির করা হলে গ্রাম্য দাঙ্গার সাথে জড়িত থাকার দায়ে তাদের সাজা প্রদান করা হয়।