Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ডাকাতি হয়েছে। ডাকাতরা টমটম আটকিয়ে যাত্রী ও চালকদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় এক যাত্রীর ৪টি দাত ভেঙ্গে গেছে। গত ২৭ মে রাত দিবাগত রাত আড়াইটার দিকে ওই সড়কের বানিয়াচং থানাধীন কানি জিং রিং ও বড় জিং রিং এর মধ্যবর্তী স্থানে ডাকাতির ঘটনাটি ঘটে। এব্যাপারে বানিয়াচং সদরের কুতুবখানি গ্রামের নেছার আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৭ মে মৃত্যুর খবর পেয়ে মামলার বাদী নেছার আহমেদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে আজমিরীগঞ্জ থানার জলসুখা গ্রামের মামামো ভাই আব্দুল আহাদ ওরপে মন্টু মিয়ার বাড়িতে যান। সেখান থেকে রাতেই একটি টমটম যোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত আড়াইটার দিকে উল্লেখিত স্থানে পৌছুলে মুখোশধারী একদল ডাকাত টমটমটি আটক করে এবং তাদের উপর হামলা চালায়। এসময় এক ডাকাত নেছার আহমেদেকে রামদা দিয়ে কুপ দিতে চাইলে তার ছেলে রওনক আহমেদ রামদাটি ধরে ফেলেন। এ সময় অপর ডাকাত রওনককে হকিষ্টিক দিয়ে সজোরে আঘাত করে। এতে রওনকের ৪ টি দাঁত পড়ে যায়। আঘাতের ফলে রওনক মাটিতে পড়ে গেলে ডাকাতরা রওনকের মায়ের কানে থাকা দুইটি স্বর্ণের রিং, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতরা হাওরের দিকে পালিয়ে যায়।
মামলার বাদী নেছার আহমেদ উল্লেখ করেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর তারা দেখতে পান আরো কয়েকটি টমটম চালক ও যাত্রী বাধা অবস্থায় রয়েছে। তাদের বাধন খুলে দেয়ার পর জানতে পারেন তাদের কাছ থেকেও ডাকাতরা মালামাল লুটে নিয়েছে।