Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সড়কে খড় দিয়ে কার্পেটিং সংবাদ প্রকাশের পর নতুন করে হচ্ছে মেরামত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শানখলা-দেউন্দি সড়কে খড় বিছিয়ে নিম্নমানের কার্পেটিং শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। এবার নতুন করে সড়কটি মেরামত করছে। সড়কে কর্মরত সকল শ্রমিক পরিবর্তন করে এবং এলাকাবাসীকে নিয়ে কাজ তদারকির জন্য একটি কমিটি করে পুরাতন কাজ উঠিয়ে নতুন করে সড়ক মেরামত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, পুরাতন কাজ উঠিয়ে নতুন করে পুরোদমে কাজ চলছে। এতে এলাকাবাসীও খুশি। এলাকাবাসী জানান, আমরা চাই ভাল কাজ। কাজ ভাল হলে আমাদের আর কোন অভিযোগ নেই।
সম্প্রতি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার শানখলা-দেউন্দি সড়ক পাকাকরণ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। কাজটি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার আমিনুল ইসলামের কাছ থেকে কিনে নেন স্থানীয় যুবলীগ নেতা কবির মিয়া। সড়কে মেকাডম তৈরী এবং কার্পেটিং করার পর দেখা যায় কার্পেটিং নি¤œমানের এবং খড়ে ভরা। নিন্মমানের কাজ এবং খড় থাকার কারণে এলাকাবাসী বিক্ষোব্ধ হয়ে উঠে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। তিনি নি¤œমানের কাজ বন্ধ করে দেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। তারা সড়কের নি¤œমানের কাজ ও খড়ে ভরা কার্পেটিং তুলে পুনরায় নতুন করে কার্পেটিং শুরু করেন। একই সাথে এলাকার যুবকদের নিয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়। এলাকার যুবক সেলিম মিয়াকে প্রধান করে গঠিত তদারকি কমিটি বর্তমানে কাজ তদারিক করছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরের তদারকিতে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, উক্ত সড়কে এলাকার শত শত মানুষ ধান মাড়াই ও খড় শুকাতো। বৃষ্টিতে খড় পচে যাওয়া কিছু অংশে শ্রমিকরা এসব খড়ের উপরই কার্পেটিং করে ফেলে। এ অবস্থায় পুরাতন কার্পেটিং উঠিয়ে নতুন করে কার্পেটিং করা হচ্ছে। একই সাথে খড় পরিস্কার না করে কার্পেটিং করার কারণে সকল শ্রমিকও পরিবর্তন করা হয়েছে। আমাদের পাশাপাশি স্থানীয়রা কাজ তদারকি করবেন। তিনি আরো বলেন, আমার চাকুরি জীবনে এমন হয়নি। ভুল বুঝাবুঝির কারণে এমন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, কাজে কিছু ত্র“টি হয়েছিল। ফলে ত্র“টিগুলো সংশোধন করে নতুন করে সকল কাজ কার্পেটিং করা হচ্ছে।