Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে বেড়েই চলেছে শিশু কিশোর শ্রমিকের সংখ্যা

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় শিশু, কিশোর শ্রম দিনকে দিন বেড়ে চলেছে। যে বয়সে শিশু-কিশোরদের খেলাধুলা ও লেখা পড়া করার কথা সে বয়সে জীবন ও জীবিকার তাগিদে জড়িয়ে পড়েছে নানা রকম শ্রমে। শিশু-কিশোর সরকারী আইনে দন্ডনীয় অপরাধ হলেও তা কেউ মানছে না। সবত্র শিশু শ্রম নিষিদ্ধ হলেও ঘর থেকে বের হলে দেখা যায় শিশু-কিশোরের কর্মের করুন চিত্র। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে শিশু-কিশোররা ভাঙ্গারী টোকাই, হোটেল, ইটভাটা, পাথর ভাঙ্গা, ওয়ার্কসপ, ফেরিওয়ালা, বাসা বাড়ি, মিষ্টি দোকান, বেকারী, চায়ের দোকান, সব্জি দোকান, মুদি দোকান, রিক্সা, ইজিবাইক টমটম, অটোরিক্সা সিএনজি, ট্রাক্টর, ট্রলি চালক, বিভিন্ন যান চলাচল হেলপার। এছাড়াও প্রান-আর এফ এল সহ বিভিন্ন কোম্পানির ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা। শায়েস্তাগঞ্জে বিভিন্ন স্থানে ঘুরে শিশু শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক অনটনের কারনে তারা আজ জীবনও জীবিকার তাগিদে এ পথে নেমেছে। আবার কেউ অস্বচ্ছল পরিবার তাদের শিশু-কিশোররা একটু বাড়তি আয়ের আশায় ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে কলকারখানা, বিভিন্ন যানবাহন, রিক্সা, ইজিবাইক টমটম, অটোরিক্সা সিএনজি, চালানো সহ ঝুঁকিপূর্ণ কাজে ঠেলে দিচ্ছেন।