Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাঙ্গেরগাঁও গ্রামের সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ২০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে বালু মহালের টাকা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ অনন্ত ২০ জন আহত হয়েছে। গতকাল রাত ৯ টার দিকে তারাবির নামাজের সময় রাঙ্গেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ী ঘরে হামলা ও একটি মোটর সাইকেল পুড়ানোর ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মৃত আতিক উল্লা ছেলে মালেক মিয়া একই এলাকার মৃত সফর আলীর পুত্র জাহির মিয়ার নিকট বালু মহালের ১ লক্ষ টাকা পেতেন। গতকাল মালেক মিয়াকে ওই টাকা পরিশোধের কথা ছিল। রাতে মালিক মিয়ার ভাতিজা হান্নান মিয়া পাওনাদার জাহির মিয়ার কাছে টাকা চায়। এ সময় হান্নান ও জাহির মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মতিন (৩২), হারুন মিয়া (২০), নাঈম (১৭), জুনাইদ (২৩), খোদেজা বেগম (৬০), রুমা (১০), পারুল বেগম (৩৫), মন্নান মিয়া (২২), আব্দুল আহাদ (৬৫), তাজুল আলী (৫৫) ও সুমন (২৩) সহ অনন্ত ২০ জন গুরুত আহত হয়। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থা মন্নান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলজ কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।