Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার মাদক বিক্রেতা ও কলেজছাত্রের মধ্যে মাদক বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে স্নানঘাট গ্রামের বশির মিয়া নামে জনৈক ব্যক্তির সাথে কলেজছাত্র মহিদ মিয়ার মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেলে বশির মিয়া তার লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে মহিদ মিয়াকে ডাকাডাকি শুরু করেন। এ সময় মহিদ মিয়ার পক্ষের লোকজনও জড়ো হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধাঘণ্টারও বেশী সময় ধরে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।