Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সুজাপুর গ্রামের শ্মশানঘাট মন্দিরে মুর্তি ভাংচুর ও দানবাক্স চুরির প্রতিবাদে সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের মনিকর্মিকা শ্মশানঘাট মন্দিরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে কালীমুর্তি গত ১১ মে শুক্রবার দিবাগত গভীররাতে কে বা কারা ভাংচুর করে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও নগদ টাকার প্রনামীবক্স চুরির ঘটনার প্রতিবাদে সুজাপুর গ্রামবাসীর উদ্যোগে গত বুধবার রাতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীলকণ্ট রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অরবিন্দু দাশ, ইউপি সদস্য নুরুল হক, হারুন মিয়া, কালা মিয়া, মোঃ ইছমাইল মিয়া, কমল মিয়া, রাখাল দাশ, পানু কুমার চন্দ, মহেন্দ্র রায়, নেপার পাল, প্রদীপ রায়, বিদ্যুৎ পাল, শংকর পাল, রিপন মিয়া, আফরোজ মিয়া, জয়নাল আবেদীন, ফয়জুর রহমান, নানু মিয়া, মন্টু মিয়া, ছপি মিয়া, দিজেন্দ্র দাশ, আব্দু আউয়াল, ছালামত, আব্দুল লতিফ কাজল, ছাবু মিয়া, কংকন গোস্বামী, অজিত রায়, রতন কুমার পাল, ধন মিয়া, আবু মিয়া, ফারুক মিয়া, আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া, রবীন্দ্র রায়, নুপুর দাশ, লিটন চন্দ্র পাল,বিধান রায়, সুজিত পাল, কৃষ্ণ পাল, অরুন রায়, অমৃত লাল রায়, সুব্রত রায়, মিজানুর রহমান, বিপ্লব চন্দ্র পাল, বাবুল দাশ, অরুন মালাকার, অজিত পাল, রনজিত দাশ, ছনর আলী, বিপ্লব পদ গোস্বামী, পরিমল দাশ, রঞ্জন রায়, অব্ধন রায়, রতি রায়, আফিল মিয়া, তপন পাল প্রমূখ। নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে এই জঘন্যতম কাজ করেছে। তাই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এতে দৃষ্টান মুলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।